মোঃ মিজানুর রহমান নীরবঃ ঝালকাঠির রাজাপুরে মোঃ শাহীন খান (২০) এর বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় বৃহস্পতিবার রাতে
শিশুটির পিতা বাদী হয়ে রাজাপুর থানায় শাহীনকে আসামি করে মামলা দায়ের করেন। ( মামলার নম্বর -০১)
শাহীন উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের মোঃ হাকিম খানের পুত্র । ঘটনার পর থেকে শাহীন পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, শিশুটির মা জর্ডান প্রবাসী । বাবা ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।করোনা ভাইরাসের কারণে পরিবারের সবাইকে নিয়ে এলাকায় আসেন। এবং ছোট চায়ের দোকান চালায়।ঘটনার দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার সময় শিশুটির বাবা দোকানে থাকায় পাশের বাড়ির শাহীন শিশুটিকে
সাপ দেখানোর কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে। এবং রুমের মধ্যে নিয়ে
বটি ও চাকু দিয়ে ভয় দেখিয়ে শিশুটির সেলোয়ার খুলতে বাধ্য করে এবং শাহীন জোরপূর্বক ধর্ষণ করেন।
এসময় শাহীনের ঘরে কেউ ছিলনা।
বাহির থেকে শাহীনের মা এসে ঘরের দরজা বন্ধ দেখে দরজা খোলার জন্য
ডাকচিৎকার দিয়ে শাহীন দরজা খুলে দেয়। শাহীনের মা ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে সেলোয়ার খোলা অবস্থায় দেখতে পায়। এবং ছেলে কে ঝাড়ু দিয়ে ধাওয়া দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলে স্থানীয়রা ব্যর্থ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর কাছে জানালে সে থানা পুলিশে যাওয়ার পরামর্শ দেন।
রাজাপুর থানার অভিসার ইনচার্জ
মোঃ শহিদুল ইসলাম জানায়,শিশুটির
মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে।
শাহীনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এএসবিডি/আরএইচএস