বেগম মুজিবের জন্মদিন পালিত সেলাই মেশিন বিতরন।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।
রোববার (৮ আগস্ট) দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রেজিয়া বেগম বকুল ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সফি উল্লাহ,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান,সেক্রেটারী মাজেদুল হক তানভিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মর শান্তি কামনায় মাহফিল ও ৭জন বেকার যুব মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।