বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পাসে লাজ ফার্মায় নিয়োগ, নিচ্ছে ক্যাশ অফিসার। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার। একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ। লেখক হিসেবে স্বীকৃতি লাভ করলেন কয়রা উপজেলার কৃতি-সন্তান মাষ্টার শাহানূর আলম।

আত্রাই ব্রেনটিউমার রোগীর দিকে সহয়াতার হাত বাড়িয়ে দিলেন নওগাঁ যুব অধিকার পরিষদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ এবাদুল ইসলাম আত্রাই প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আপনার একটু সাহায্যে বাঁচতে পারে নওগাঁর আত্রাই উপজেলার দিনমজুর পরিবারের অসহায় কন্যা ছনিয়া।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের আটগ্রাম (ডাঙ্গাপাড়া) গ্রামের হতদরিদ্র শহিদুল ইসলামের মেয়ে সনিয়ার চিকিৎসা সহায়তা জন্য নগদ ৩১ হাজার ১৫০ টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।
প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানে সহযোগিতা করেন, বাংলাদেশ প্রবাসী অধিকার মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য তারিকুর রহমান ও আবু সাঈদ।
চিকিৎসা সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জিয়াউর রহমান, সহ-সমন্বয়ক সুজন কুমার মন্ডল, আশরাফুল ইসলাম, বেদারুল ইসলাম, সদস্য নুরুজ্জামান, আব্দুর রাজ্জাক, ফয়সাল হোসেন, আয়েজ উদ্দিন সরদার, আব্দুস ছাত্তার প্রামানিক প্রমূখ।
হতদরিদ্র খেটে খাওয়া দিন মজুর শহীদুল ইসলামের কন্যা ছনিয়া (১৬)। সে দীর্ঘ ৬বছর যাবৎ ব্রেন টিউমারে ভুগছে। দিন মুজুর বাবা মেয়েকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, দিন মুজুর পিতা শহীদুল ইসলাম প্রথমে নওগাঁ মেডিফেয়ার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে, পরবর্তীতে রাজশাহী ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক ও ব্রেণ রোগ বিশেষজ্ঞ ডা. আলতাফ হোসেন মন্ডলকে দেখানোর পর তিনি জানিয়েছেন, ছনিয়ার ব্রেনে টিউমারের সৃষ্টি হয়েছে। এবং ব্রেনে ইনফেকশন সে ক্ষেত্রে অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় এবং জরুরি ভিত্তিতে শিশুটিকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। অসহায় ছনিয়ার শারীরিক সমস্যা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে।

এদিকে দিন মজুর শহীদুল বিভিন্ন জায়গায় চিকিৎসা করে এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা ব্যয় করেছে । বর্তমানে অপারেশেন করতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন হওয়ায় তার পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে । টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। অসহায় ছনিয়ার চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন কিন্তু হতদরিদ্র দিনমুজুর শহীদুলের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
ছনিয়ার বাবার আকতি শুনে নওগাঁ জেলা যুব অদিকার পরিষদের সমন্বক মোঃ জিয়াউর রহমান ছনিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্ততানদের এগিয়ে আসা জন্য অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102