এইচ এম রফিকুল ইসলামঃমুজিববর্ষের উপহার হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আশ্রয়স্থল(ঘর) পেয়েছেন ৪৯১ গৃহহীন পরিবার। শনিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঘর উদ্ভোধন করেন। পরে রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে গৃহহীন এসব উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেয়া হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী সরকারী কলেজের অধ্যক্ষ তারিকুল হাসান সোহাগ, রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল প্রমুখ। এছাড়াও রাঙ্গাবালী উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।