নেত্রকোণা প্রতিনিধিঃদীর্ঘ দেড় বছরেও উদ্ধার হয়নি কলেজ থেকে ফেরার পথে অপহরণের শিকার নাছিমা। তাকে উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা তিনটার দিকে নেত্রকোণা সদর উপজেলার শিমুলকান্দি বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসী জানান ,কলেজ পড়ুয়া ছাত্রী নাছিমা দীর্ঘ দেড় বছর যাবৎ তাকে খূঁজে পাওয়া যাচ্ছে না । তাকে অপহরণ করেছে এবং এব্যাপার মামলা ও করা হয়েছিল কিন্তু এ মামলায় আসামিপক্ষে জামিনে মুক্তি পেয়েছে কিন্তু এখন পযর্ন্ত নাছিমা কে পাওয়া যায়নি । তাই আজকে এ মানববন্ধন করা হয়েছে তাদের দাবি নাছিমা কে ফিরে পেতে চান।
নাছিমার চাচাতো ভাই বলেনঃ এত দিন হলো এখনও তার চাচাতো বোন কে খূঁজে বের করতে পারিনি পুলিশ অথচ আসামী মুক্তি পেয়ে গেল।এছাড়াও রাজিব ছেলেটি কে পেলেও বোন কে পাওয়া যায়নি। তাই প্রশাসনের কাছে তাদের একটিই দাবী বোন কে ফিরে পেতে চান এবং আসামীদের শাস্তির জোর দাবী জানান।
মানববন্ধনে নাছিমাত মা-ও অংশ গ্রহণ করেন, এসময় তিনি কান্না জড়িত কণ্ঠে তার অপহৃতা মেয়ের উদ্ধার চান।
জানাযায়, মামলার প্রধান আসামি জামিনে মুক্তি পেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মায়ের কোলে আর ফিরেনি নাছিমা।