মোঃ নাজমুল হুদা, ইয়াস- ভ্রাম্যমান ক্রাইম তদন্ত পরিদর্শক, রংপুর জেলাঃ রংপুরের পীরগাছা উপজেলার ৯ ইউনিয়নের ২০ হাজার ভাতাভোগী চলতি বছরের সেপ্টেম্বর থেকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্টান নগদের মাধ্যমে ভাতা পাবেন বলে জানাগেছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে আমাদের পীরগাছা উপজেলার ৯ টি ইউনিয়নের সকল ভাতাভোগী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি
Mobile Financial Service প্রতিষ্ঠান “ নগদ” এর মাধ্যমে প্রদান করা হবে।
ভাতাভোগীদের KYC/eKYC( know Your Customer) অনুসরণ করে মোবাইল হিসাব খোলা ও ভাতা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জানাগেছে,নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে মোবাইল ব্যাংকিং এর হিসাব খুলতে হবে, জাতীয় পরিচয় পত্র না থাকলে অনুমতি সাপেক্ষে বৈধ অভিভাবক/ভাতাভোগীর পরিবারের সদস্যদের ( পিতা/মাতা/পুত্র/কন্যা/ভাই)-এর জাতীয় পরিচয় পত্র যাচাই করে হিসাব খুলতে পারবেন।