পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয় অফিসের সামনে শনিবার দুপুরে ধর্ষণকারীদেও প্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছেন ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী। এসময় একটি ব্যানার নিয়ে ধর্ষিতা নিজেই দাঁড়িয়ে থেকে তিন ধর্ষক আব্দুস সাত্তার, মামুন ও সোহেলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসময় চন্দ্রা এলাকায় শ্রমিকলীগ নেতা আতিকুর রহমান, হারুন অর রশিদসহ শতাধিক পরিবহন শ্রমিক এ মানববন্ধনে অংশ নেন।
ধর্ষিতা জানান, ঢাকার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় বেক্রিমকো কোম্পানীর এ নারী শ্রমিকের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধামরাই এলাকার বৈন্না গ্রামের আব্দুস সাত্তারের সাথে। গত দেড় বছরের প্রেমের সূত্র ধরে গত ৫ জানুয়ারী বিয়ের প্রস্তাব দিয়ে মোবাইল ফোনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর কবরস্থানের পাশে ডেকে নেয় নারী শ্রমিককে। ডিউটি শেষে রাত ১১টায় সেখানে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রেমিক সাত্তার (৩০) মামুন (৩২) সোহেল (২৫) মিলে নারী শ্রমিককে জোড়পূর্বক লেবু বাগানে নিয়ে গণধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে একটি অটোরিস্কা ভাড়া করে তাকে বাসায় পাঠিয় দেয়। পরের দিন তার শারীরিক অবস্থাার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসা শেষে নারী শ্রমিক ১২জানুয়ারী ৩জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় অভিযোগ দাখিল করেন। কালিয়াকৈর থানা পুলিশ অজ্ঞাত কারণে শুধু সাত্তারের নাম উল্লেখ করে একটি মামলঅ দায়ের করেন।
এ ঘটনার ১০ দিন পরে শনিবার ধর্ষণকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে চন্দ্রা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই রাজিব সিকদ্দার জানান , ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে