মো: রুবেল, বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় আসন্ন পৌরসভার ৫ম তম নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সহিদুল ইসলাম(সহিদ) মনোনয়নপত্র দাখিল করেন। ১৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টার দিকে সহিদুল ইসলাম (সহিদ) তার লোকজন নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় সহিদুল ইসলামের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান হিরন,মোঃ বাবুল হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম সজল, মোঃ রুবেল প্রমুখ। এবং অন্যান্য গনমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে সোমবার ১১ জানুয়ারি সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি বানারীপাড়া পৌরসভায় ভোট গ্রহন অুনিষ্ঠত হবে।
সহিদুল ইসলাম সহিদ বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ৬ নং ওয়ার্ডকে আলোকিত ওয়ার্ডে রুপান্তিত করব ইনশাআল্লাহ।