পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কালিয়াকৈর উপজেলা কমিটির সভাপতি ও কালিয়াকৈর গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন এর উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গার্মেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদ, গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি হাসেম মোল্লা, মোঃ শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম,ডা: নাসির হোসেন সহ প্রমূখ।
উল্লেখ্য, গত ১২ই জানুয়ারি আনসার একাডেমীর তিন নাম্বার গেইট এলাকায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন সভাপতি আমজাদ হোসেন আহত হন মঙ্গলবার দুপুরে আনসার একাডেমীর তিন নাম্বার গেইট এলাকায় স্থানীয় এক চায়ের দোকানে ৯/১০ জনের একটি দল তার উপর আতঙ্কিত ভাবে হামলা করে। এতে করে তিনি মারাত্মকভাবে আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
জানাযায় উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আগামী ফ্যাসান লিঃ নামক পোশাক তৈরির কারখানা কে কেন্দ্র করে এই হামলা সূত্র। গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সভাপতি হওয়ায় শ্রমিকদের নানা সুযোগ-সুবিধা নিয়ে কথা বলায় আগামী ফ্যাসান লিমিটেড এর কতৃপক্ষ আমার সাথে শত্রুতার জেরে। আগামী ফ্যাসান লিঃ কতৃপক্ষের নির্দেশে আমজাদ হোসেন এর উপর নয় থেকে দশ জনের একটি দল আতঙ্কিত ভাবে হামলা চালায়। এবং লাঠিসোটা নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম করে।এই সময় আমার ব্যবহৃত পকেটে থাকা ২৫০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায় হামলা কারীরা।
মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পল্লীবিদ্যুৎ বাজার এলাকার রাস্তা পদক্ষিন করে মোল্লা পাড়া এলাকায় এসে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সদস্য ও শ্রমিক বৃন্দ।