পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার রাতে সন্ধ্যায় ঢাকা- টাঙ্গাইল মহা সড়কের চন্দ্রা ত্রিমোর এলাকায় তুরাগ সি এন জি ষ্টেশনের সামনে থেকে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা সহ আটক করেছেন র্যাব ১ স্পেশালাইজ্ড কোম্পানীর জেসিও নায়েব সুবেদার মো: দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় র্যাব সদস্যরা।নায়েক সুবেদার মো: দেলোয়ার হোসেন জানান যে আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল যে গো- খাদ্য বোঝাই একটি ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ন ১৯- ১৬১০ এ করে ফেনসিডিল ও গাজার একটি বড় চালান উত্তর বঙ্গ হতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।সেই গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে উৎ পেতে থাকা র্যাব সদস্যরা উল্লেখিত তুরাগ সি এনজি ষ্টেশনের কাছে ট্রাক টি আসা মাত্র র্যাব সদস্যরা ট্রাক টিকে চ্যালেঞ্জ করে। ট্রাকের চালক কে জিজ্ঞাসা করলে তিনি জানান তার ট্রাকে শুধু গরুর জন্য খর নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছেন। তখন ট্রাকের উপরে থাকা খর সরাতেই ফেনসিডিল ও গাজা বের হয়ে আসে। এ সময় উপস্থিত ছিলেন মহা সড়কে ডিউটি রত কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। তার পর ট্রাক টি কে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়। তার পর একে একে বেরিয়ে আসে ৩০৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও ২ কেজি গাজা । চালক মো: রাকিবুল হাসান (২১) কে জিজ্ঞেস করলে তিনি বলেন তার ট্রাকে ফেনসিডিল ও গাজা’র ব্যপারে তিনি কিছুই জানেন না। ট্রাকে খর লোড করার সময় তিনি কাছে ছিলেন না তাই তিনি এ ব্যপারে কিছুই জানেন না।তার সহকারী হাফিজুর রহমান (৩৪) তিনি ও চালকের ন্যায় দায় সাড়া জবাব দেন। পরে র্যাবের জেসিও নায়েক সুবেদার বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর ১৪ (গ)/১৯ (ক)/৩৮ ধারা মতে ১ নং বিবাদী মো: রাকিবুল হাসান (২১) পিতা মোহাম্মদ আলী, মাতা রমিছা বেগম , সাং টান করাকৈর, থানা ঘাটাইল, জেলা : টাঙ্গাইল। ২ নং বিবাদী মো: হাফিজুর রহমান, পিতা – মো চাঁন মিয়া, মাতা- মোসা: নূরজাহান বেগম। সাং টানকরাকৈর, থানা- ঘাটাইল, জেলা – টাঙ্গাইল কে আসামি করেএকটি মামলা রুজু করেন।