রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়াকৈরে বিট কয়েন লেনদেনের অভিযোগে র‌্যাবের হাতে যুবক আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমানিক এলাকা থেকে বুধবার র‌্যাব-১ সদস্যরা বিট কয়েন লেনদেনের অভিযোগে এক যুবককে গেস্খপ্তার করেছেন। র‌্যাব-১ সদস্যরা এসময়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ১৯ টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ২২ সিমকার্ড ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত যুবক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমনিক পূর্বপাড়া এলাার আতর আলীর ছেলে রায়হান হোসেন (২৯)।

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর গাজী আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রায়হানা দীর্ঘদিন ধরে অনলাইনে ভার্চুয়াল মুদ্রা বিট কয়েন লেনদেন করে আসছিলো। এরই প্রেক্ষিতে বুধবার র‌্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার সফিপুর দক্ষিণপাড়াস্থ আতর আলীর বাসার নিচ তলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে নিষিদ্ধ মুদ্রা বিট কয়েন ক্রয়-বিক্রয়সহ মানি লন্ডারিং, ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মাস্টার মাইন্ড রায়হান হোসেন (২৯) গ্রেপ্তার করেন।

এসময়ে তার কাছ থেকে ১৯ টি ভূয়া জাতীয় পরিচয় পত্র, ২২ টি সিমকার্ড, নগদ ২৫ ইউএস ডলারসহ নগদ ১ হাজার ২৭৫ টাকা, একটি কম্পিউটার, ৩টি মোবাইল ফোন, একটি অডি গাড়ী ক্রয়-বিক্রয়ের সনদপত্র, ৩টি ভূয়া চালান বই, একটি ট্রেড লাইসেন্স, একটি টিআইন,

বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গেস্খপ্তারকৃত রায়হান জানায়, ২০০৬ সালে ব্যক্তিগত আগ্রহে কম্পিউটারের উপর প্রশিক্ষণ গ্রহণ করে।

প্রশিক্ষণ গ্রহণ করার পর ২০১১ সাল হতে ওয়েব সাইট ডেভলপমেন্ট, ডিজাইন ইত্যাদি পরিচালনা করে আসছিল। সে ২০২০ সালের জুন মাস হতে পাকিস্তানি নাগরিক জনৈক সাইদের (২২) সহায়তায় অবৈধ বিট কয়েন নামক ভার্চুয়াল মুদ্রা এর মাধ্যমে প্রতারনা করে অবৈধ অর্থ হাতিয়ে নিয়ে আসছে। সে ২০২০ সালের জুন হতে সে পাকিস্তান, নাইজেরিয়া এবং রাশিয়ান স্মাগলার, ক্রেডিট কার্ড হ্যাকার ও অবৈধ বিট কয়েন (ভার্চুয়াল মুদ্রা) এর মাধ্যমে অবৈধ পাচারকারীদের সঙ্গে যোগসাজসে সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা ও জালিয়াতি করে আসছে। সে ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা বিট কয়েন ক্রয় করে।

ধৃত আসামী রায়হান হোসেন স্মার্ট ডিভাইস ব্যবহার করে নামে- বেনামে দেশী এবং বিদেশী অনলাইন ব্যাংক হিসাব তদারকি করত। সে এখন পর্যন্ত ৩৫ হাজার ইউএস ডলার হাতিয়ে নিয়েছে বলে র‌্যাব-১ সদস্যরা জানান। গ্রেপ্তারকৃত অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ৬ মাস পূর্বে ১ কোটি ৭ লাখ টাকা দিয়ে তেজগাঁও গুলশান লিংক রোডের শোরুম হতে অডি গাড়ী ক্রয় করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102