আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে সোমবার বিকালে উপজেলা পরিষদের অভ্যন্তরীন ১ হাজার ০৬ মিটার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরগুনার নবাগাত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
বঙ্গবন্ধু সড়ক হইতে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এর অভ্যন্তরীন সড়ক সমূহ বিটুমিনাস ডেল কার্পেটিং দ্বারা উন্নয়ন (১০০৬) মিটার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন , আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, ইউএনও আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। সাবেক মেয়র মো. নাজমুল আহসান নান্নু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন সানু, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান, আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া, কুকুয়া ইউপি চেয়ারম্যান, মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা প্রমূখ।