শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

জার্মানিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৃত্যুতে জার্মান বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সহ-সভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, ১ম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান এবং বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতা, কর্মী ও সাধারণ প্রবাসীরা।

মোনাজাত শেষে রাষ্ট্রদূত জুলকার নাইন ও দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরীকে হারালো।

এর আগে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদগুলোতে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এছাড়া বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি শোক বই খোলা হয়েছে, যেখানে রাষ্ট্রদূত এবং জার্মান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শোকার্ত প্রবাসীরা স্বাক্ষর করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102