যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন জনসহ চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে ম্যানচেস্টারের বোলটনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত চার জনের মধ্যে তিন জন তরুণ যাত্রী এবং একজন ট্যাক্সিচালক ছিলেন।
নিহতরা হলেন: মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)।
আহতদের মধ্যে দুই নারী ও তিন জন পুরুষ রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিন জন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে ট্যাক্সিচালক মাসরব আলীর নাগরিকত্ব বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার ভিডিও ধারণ করে পুলিশকে তারা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় কমিউনিটি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান।