রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে ৬ দফা দাবি ও সম্মাননা প্রদান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের (বিপিকেপি) উদ্যোগে লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এনআরবি ডে-২০২৫। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, পেশাজীবী, সমাজকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ সূচনা করা হয়।

বিপিকেপির ফাউন্ডার সেক্রেটারি মাইন উদ্দিন আনসার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও শামীমা মিতার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী। সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এনআরবি ডে উদযাপনের তাৎপর্য, সংগঠনের কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের চলমান আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি মুস্তাক আলী বাবুল। শোক প্রস্তাবে তার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বেগম জিয়া এবং দেশ গঠনে আত্মদানকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী বিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি ও কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম।

তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং কমিউনিটি ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।প্রবাসী কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয় ড. হাসনাথ এম. হুসাইন এমবিই, আইয়ুব আলী মাস্টার এবং শেখ মোজাম্মেল হোসেন কামালকে। এ ছাড়া তরুণ উদ্যোক্তা হিসেবে ব্যতিক্রমী সাফল্যের জন্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় আনিসাকে, যিনি বোম্বে পিজ্জার প্রতিষ্ঠাতা এবং বিবিসির দ্য অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের ফাইনালিস্ট।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের আইনগত, সামাজিক ও মানবিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সরকারের নিকট ছয় দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নিষ্পত্তির জন্য এনআরবি ফাস্ট-ট্র্যাক ট্রাইব্যুনাল গঠন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ ওপেন স্কাই সুবিধা বাস্তবায়ন, প্রবাসে মৃত বাংলাদেশিদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মরদেহ দেশে পাঠানো, বিদেশি মিশনগুলোতে ওয়ান-স্টপ স্কিলস প্রোমোশন সেবা চালু, জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং একটি জাতীয় এনআরবি পেনশন স্কিম চালু করা।

বিপিকেপি নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশির যৌক্তিক ও ন্যায্য আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা জাতীয় স্বার্থে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহগির বখত ফারুক, চ্যানেল এস-এর চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা আজিজ চৌধুরী, বিপিকেপির প্রতিষ্ঠাতা চেয়ার আশিকুর রহমান এবং জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

এ ছাড়া বক্তব্য দেন প্রোগ্রামের লিড স্পন্সর ব্র্যাক সাজনের প্রতিনিধি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সিপ্রিয়ান গোমেজ, ওল্ডহাম বিপিকেপির সভাপতি সাদিক আহমেদ এবং ইতালি শাখার সভাপতি অলি উদ্দিন শামীম।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: সংগঠনের অন্যতম উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা কাউন্সিলর উসমান গনি, উপদেষ্টা সামি সানাউল্লাহ, কোষাধ্যক্ষ ড. সৈয়দ মাসুক আহমেদ, বিপিকেপির ভাইস চেয়ারম্যান পারভেজ এস. কুরেশি বিইএম, মানিকুর রহমান গনি, আন্তর্জাতিক সম্পাদক শাহ মুনিম, গ্র্যান্ড রাঁসোই ক্যাটারিং-এর ডিরেক্টর শাহেদ আহমেদ, আয়েশা চৌধুরী, সাবেক সেক্রেটারি ও অ্যাকাউন্ট্যান্ট সৈয়দ আহবাব হুসাইন, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার নজরুল কসরু, আইওনও টিভির সিইও আতাউল্লাহ ফারুক, বিবিসিসিআই (BBCCI)-এর প্রেসিডেন্ট রফিক হায়দার, সোনারগাঁও রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা তুফাজ্জুল আলম, ক্রয়ডনের ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, রব্বির অ্যান্ড কোং-এর পরিচালক রব্বির হুসাইন, বিসিএ (BCA)-এর প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিসিএ ইউকের সাবেক সভাপতি এম. এ. মুনিম ওবিই, বিপিকেপির মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, নিউহ্যামের ডেপুটি মেয়র কাউন্সিলর জুলফিকার আলী, বিপিকেপির অর্গানাইজিং সেক্রেটারি জয়নাল আবেদিন খান, যুগ্ম কোষাধ্যক্ষ নুরুজ্জামান শেলিম, ইসলাম চ্যানেলের সিনিয়র প্রডিউসার ও প্রেজেন্টার কামাল মেহেদী, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস ইউকের সাবেক সেক্রেটারি আলহাজ মাওলানা আতাউর রহমান, ইউকে খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আব্দুল করিম মামরখানি, ইউকে জমিয়ত সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, মাওলানা জসিম উদ্দিন, ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের ট্রেজারার মাওলানা মনোয়ার হুসাইন, নির্বাহী সদস্য নাজীর আলী, সাখাওয়াত হুসাইন, কবির আহমেদ, মাওলানা দিলওয়ার হুসাইন, মোস্তাক আহমেদ, ওল্ডহাম বিপিকেপির বিসিএ জেনারেল সেক্রেটারি মিতু চৌধুরী, মজির উদ্দিন, ব্যবসায়ী ওয়াজিদ হাসান সেলিম, কাউন্সিলম্যান মনসুর আলী, সায়েদ নুরুল ইসলাম, কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর সাইদা চৌধুরী, কাউন্সিলর কালিস উদ্দিন, ড. সিরাজ আলী, ইওর খান, কাউন্সিলর সিরাজুল ইসলাম এবং ওল্ডহাম বিপিকেপির সহসভাপতি কলমদর তালুকদারসহ যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

বিপিকেপির সিনিয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে মেসেজ কালচারাল গ্রুপ। পাশাপাশি নির্ধারিত অফিসিয়াল সময়ে উপস্থিত থাকার জন্য প্রথম তিন জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102