বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জানাজায় বেশি জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

লাখ লাখ মানুষের দোয়া নিয়ে শেষবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার জানাজায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় নেমেছিল মানুষের ঢল।

মুসলিম বিশ্বে এমন অনেক ব্যক্তি গত হয়েছেন, যাদের জানাজায় লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। যাদের মধ্যে অন্যতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া।

জানাজায় অধিক জনসমাগমে হাদিসে যা বলা আছে-

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখন কোন উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না।’ (তিরমিজি, হাদিস :২০৬)

জানাজায় অংশ নেওয়ার বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কারো জানাজা আদায় করে, সে এক ‘কিরাত’ পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি মৃতের জানাজা আদায় করার সাথে তার দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকে, তাহলে সে দুই ‘কিরাত’ পরিমাণ সওয়াব লাভ করবে। এক কিরাত উহুদ পাহাড়ের চেয়েও বড়। (সহিহ বুখারি, হাদিস : ৪৪৫)

অনেকের জানাজায় বিপুল সংখ্যক জনসমাগম হয়। জানাজায় মুসলিমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মৃত ব্যক্তির পরকালের জীবন সুন্দর করতে সহায়তা করে। হাদিসের মাধ্যমে এই সুসংবাদ দিয়েছেন রাসুল (সা.)। হাদিসের সুসংবাদ অনুযায়ী জানাজা মুসল্লির সংখ্যা যত বেশি হয়, মৃত ব্যক্তির জন্য তা তত বেশি কল্যাণ বয়ে আনে। হাদিস শরিফে এ সম্পর্কে স্পষ্ট সুসংবাদ রয়েছে।

উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মৃত ব্যক্তির জানাজায় একশোজন মুসলমান অংশ নেয় এবং সবাই তার জন্য আল্লাহর কাছে সুপারিশ (ক্ষমা প্রার্থনা) করে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন।’ (সহিহ মুসলিম: ২০৮৭)

অন্য একটি বর্ণনায় সংখ্যার বিষয়টি আরও শিথিল করে আল্লাহর অশেষ রহমতের কথা জানানো হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় যদি এমন চল্লিশজন মুমিন উপস্থিত হয়, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না; তবে আল্লাহ ওই মাইয়্যেতের ব্যাপারে তাদের সুপারিশ (দোয়া) কবুল করেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২০৮৮)

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102