দেশের স্বাধীনতা অর্জনের ৫৪তম বছরকে সামনে রেখে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় জার্মানির রাজধানী বার্লিনে।
শনিবার (১৩ ডিসেম্বর) বার্লিনের একটি মিলনায়তনে দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের সৌজন্যে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন।
দূতাবাসের কন্স্যুলার ও হেড অব চ্যান্সারী তানভীর কবিরের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন সিরাজী ও ত্রিপিটক পাঠ করেন সাংবাদিক বিটু বড়ুয়া। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও জীবিত সকল মুক্তিযোদ্ধা ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের স্মরণ করেন রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন।
তিনি বলেন, ৭১ এর সুর্য সন্তানরা আমাদের গর্ব ও অহংকারের প্রতীক। তবে গেল বছরের গণঅভ্যুত্থানে নিহতদেরও ভুলে যাওয়ার অবকাশ নাই।অনুষ্ঠানে জার্মানির সাথে বাংলাদেশের বন্ধুত্বকে স্মরণ করে তিনি বলেন, ফেব্রুয়ারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও অন্তবর্তীকালীন সরকারের সকল রাজনৈতিক সিদ্ধান্ত ও সংস্কার কার্যক্রমকে জার্মানি স্বাগত জানিয়েছে।দ্বিতীয় পর্বে ডিসকাশন এন্ড নেটওয়ার্কিং ফর এক্সপ্লোরিং অপর্চুনিটি ইন বাংলাদেশ এন্ড জার্মানি শীর্ষক আলোচনায় জার্মানিতে নানা খাতে বাংলাদেশিদের এর অমিত সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী সাংবাদিক, উদ্যেক্তা, শিক্ষাবিদ, ব্যাবসায়ী ও নানা স্তরের প্রবাসীরা। এ সময় আলোচকরা প্রবাসীদের মধ্যে ঐক্য ধরে রেখে একে অপরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।বিজয়কে উদযাপনের এই অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ছাড়াও প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ছিল কবিতা আবৃত্তি ও ক্ষুদে শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা। রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন শিশু শিল্পীদের মাঝে পুরষ্কার তুলে দেন।