শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

ভারতে আজীবন সম্মাননা পেলেন এইউবি উপাচার্য ড. শাহজাহান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ভারতের দিল্লির নিকটবর্তী রোহতাকে ২৮–৩০ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব রিলায়েবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (IARS)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (AUB) উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান সংস্থাটির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।

পুরস্কারটি তার দীর্ঘ একাডেমিক যাত্রা, গবেষণা, আন্তর্জাতিক খ্যাতি, নেতৃত্ব, উদ্ভাবনী কাজ এবং পরিসংখ্যান ও ডাটা সায়েন্সে বৈশ্বিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হরিয়ানা প্রদেশের শিক্ষামন্ত্রী মহাপাল ধান্দা এবং IARS-এর সভাপতি অধ্যাপক এস সি মালিক এই সম্মাননা তুলে দেন।

সম্মেলনে প্রফেসর খান মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ‘Decision from Data – Use and Abuse of Statistics in Research, Development, and Public Decisions’-শীর্ষক কী-নোট বক্তৃতা উপস্থাপন করেন।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শুধু আইএআপএস-এর সর্বোচ্চ স্বীকৃতি নয়, এটি বিশ্বব্যাপী পরিসংখ্যানবিদ্যায় যারা পথপ্রদর্শকের ভূমিকা রেখেছেন, তাদের সর্বোচ্চ সম্মাননা হিসেবে গণ্য হয়। পুরস্কার গ্রহণকালে প্রফেসর খান বলেন, ‘এই সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী এবং যেসব প্রতিষ্ঠান আমাকে সবসময় সহযোগিতা করেছে তাদের সম্মিলিত অবদানের প্রতিফলন।’

প্রফেসর খান এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে একাধিক স্বর্ণপদক অর্জন করেছেন—২০০১ সালে ICESCO, ২০০৭ সালে ISOSS এবং ২০১২ সালে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক।

তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের (BAS) নির্বাচিত প্রবাসী ফেলো এবং Journal of Applied Probability and Statistics (JAPS)-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক।

তিনি ২০-এর অধিক পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক, ৫টি বই ও ২৫০-এর বেশি গবেষণা নিবন্ধের লেখক এবং আন্তর্জাতিক কী-নোট ও আমন্ত্রিত বক্তা হিসেবে খ্যাত।

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পরে কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন ও ওমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড-এর এমেরিটাস প্রফেসর। তাঁর এই আন্তর্জাতিক সম্মাননা সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102