মোঃ শাহরিয়ার ফেরদৌস নাঈম, নলছিটি প্রতিনিধি।ঝালকাঠির নলছিটিতে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ। এসময় পরম শ্রদ্ধার সাথে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণ করা হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে নিপীড়িত এবং নির্যাতিত মানুষের কথা স্মরণ করা হয়।
মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। এরপর শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কে, এম, আনিচুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মাসুম শরীফ এবং অন্যান্য সকল নেতা কর্মীবৃন্দ।