নিজস্ব প্রতিবেদক//১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম (বিজেইউএফ) এর নেত্রকোণা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি। আজ বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ০১ মিনিটে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা শহরের সাতপাই এলাকায় স্থাপিত হওয়া মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে এই পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরামের জেলা শাখার আহ্বায়ক রাজীব সরকার, সদস্য সচিব চ্যানেল এসের নেত্রকোণা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সদস্য সৈয়দ সময়, সাংবাদিক সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলসহ কমিটির অন্যান্য সদস্যগণ। পুষ্পস্তবক অর্পনে এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।