বানারীপাড়া প্রতিনিধি,মো: রুবেল//বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বানারীপাড়ার নরেকাঠি বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংসদ সদস্য শাহে আলম। সোমবার সকাল ৯.০০ ঘটিকায় নরেরকাঠি বধ্যভূমিতে সরকারী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। এসময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, আওয়ামীলীগৈর যুগ্মসম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর মোঃ জাকির, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, পৌর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।