শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

বনানী-১১ নম্বর রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা উদ্বোধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সমাজের সর্বস্তরের মানুষের নিকট আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক খন্দকার শাকিব আহমেদ ও ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আজীম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এফ. এম. নেওয়াজ আলী, মহাখালী শাখার ব্যবস্থাপক মাহমুদুল শামীম তালুকদার, বনানী শাখার ব্যবস্থাপক এ. কে. এম. ইকবাল, করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং পাশ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ। তাছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ওয়েন আইটি বাংলাদেশের সিইও আজহারুল ইসলাম (রওনক)।প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। রাজধানীর বনানী দেশের অন্যতম প্রাণকেন্দ্র। আমরা আশা করছি আমাদের শাহজালাল ইসলামী ব্যাংক এবং এই এয়ারপোর্ট রোড শাখা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। শাহজালাল ইসলামী ব্যাংকে সবধরণের সেবা চালু রয়েছে। একজন গ্রাহক ব্যাংক থেকে সবধরণের ব্যাংকিং সেবা পাবেন বলে তিনি উপস্থিত সকল গ্রাহককে আশ্বস্ত করেন। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গণে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102