মোঃ এবাদুল ইসলাম আত্রাই উপজেলা প্রতিনিধি//আত্রাই উপজেলার বিশা ৫নং ইউনিয়নের মথুরাবাটী গ্রামের সমতা সামাজিক সংগঠনের উদ্দ্যগে আজ কিছু অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এই শীতবস্ত্র বিতরণ করা হয় পারমহনঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোঃ শরিফুল ইসলাম সিনিয়র শিক্ষক সমসপারা উচ্চ বিদ্যালয় এর সভপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সনজিত কুমার প্রভাষক সুদরানা বি,এম, কলেজ, মোঃ মুনছুর আলী সহকারী শিক্ষক খাসখামার সঃপ্রাঃ বিদ্যালয়, মোঃ আব্দুস সামাদ প্রধান শিক্ষক পারমহনঘোষ সঃপ্রাঃ বিদ্যালয়, মোঃ উজ্জ্বল আলী সহকারী শিক্ষক পারমহনঘোষ সঃপ্রাঃ বিদ্যালয়, এছারাও উপস্থিত ছিলেন মথুরাবাটী , ইসলামপুর, পারমহনঘোষ গ্রামের মুরব্বীগণ।
অতিথিরা বলেন গ্রামের যুবক সমাজ যে ভাবে তাদের নিজ উদ্দ্যগে গ্রামের হতদরিদ্র মানুষের জন্য যা করলেন তা করা উচিৎ ছিলো সমাজ সেবকদের। আমাদের প্রতেকেরি উচিৎ সামর্থ্য বুঝে সামাজিক কাজ করা। যে কাজটি সমতা সামাজিক সংগঠন করল এই জন্য গ্রামবাসীর পক্ষথেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন।
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষ গুলো অনেক খুশি,
এবং তারা সমতা সামাজিক সংগঠনের জন্য অনেক দোয়া করেন।
এই সময় সংগঠনের পক্ষথেকে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ কাউছার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, তারা বলেন সমাজিক কাজের জন্যই আমাদের এই সংগঠনটি করা, আমাদের মাসিক চাঁদার অর্থ জমিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি, যদি সরকারি ভাবে কোনো সহযোগীতা পেতাম তাহালে আরো ভালো কিছু করতে পারতাম।