শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

বাউফলে ওয়ারিশ সাটিফিকেট জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

বাউফল সংবাদদাতাঃপটুয়াখালী বাউফল উপজেলায় আদাবাড়ীয়া ইউনিয়ন কাশিপুর গ্রামের মোঃদেলোয়ার বাহিনীদের বিরুদ্ধে জালিয়াতি করে অন্যের জায়গা নিজের নামে রেকর্ড করার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ব্যক্তি মোঃশামিম হোসেন, ওই ভুমি দস্যু দেলোয়ার বাহিনীর বিরুদ্ধে পটুয়াখালী বিঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রেট ২য় আদালতে মামলা দায়ের সহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার বড়বাঁইশদা ইউনিয়নের বাসিন্দা মৈয়ফুল বিবির ওয়ারিশদের বাদ দিয়ে ভুয়া ওয়ারিশ দেখিয়ে মোঃ দেলোয়ার, জসিম, দলাই,জাফর হাওলাদার, পিতা মৃত্যু হাতেম আলী হাওলাদার,মোঃ জলিল,ফিরোজ, কামাল, পিতা মৃত্যু তাজেম আলী হাওলাদার, মোঃ জুলহাস পিতা জয়নাল হাওলাদার সহ তারা নিজেদের নামে গোপনীয় ভাবে রেকর্ড করে ।

বাউফল উপজেলায় আদাবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের জে এল ১০৭ মৌজা কাশিপুর আর,এস, খতিয়ান অনুযায়ী,ষোলআনা জমির নিলাম সূত্রে মালিক হচ্ছেন মৈয়ফুল বিবি ও তার ওয়ারিশগন কাশিপুর মৌজায় জে এল ১০৭ খতিয়ান ১২১,আর,এস,খতিয়ানে নিলাম অনুসারে মৈয়ফুল বিবি ষোলআনা জমির মালিক। কিন্তু তাঁর ওয়ারিশ বাদ দিয়ে জালিয়াতি করে ভুয়া দুই ছেলে দেখিয়ে ওয়ারিশ সাটিফিকেট তৌরি করে, গোপনে ভূমি কর্মকর্তাদের সহযোগিতায় জালিয়াতি করে তাদের নিজেদের নামে গোপনীয় ভাবে জমির নামজারি করিয়ে নেন। ষোলআনা জমির মালিক মৈয়ফুল বিবির ওয়ারিশদের দখলীয় জমিতে দোকান ঘর করিয়া ভাড়া দেয়।ঐ জমিতে ভূমিদস্যু দেলোয়ার বাহিনী তাদের ভুয়া ওয়ারিশ সাটিফিকেট( রাঙ্গাবালী বড়বাইশদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্যাড ব্যবহার করে,বাউফল ১৩ নং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক ফকিরে পরিষদের সিল স্বাক্ষর দিয়ে)জালিয়াতি কাগজপত্র বানিয়ে নেয় এবং এই জালিয়াতি কাগজ দেখিয়ে দোকানে বাধা দিলে।জমির মালিক বিষয়টি জানেন এবং বুঝেন। এর পর ভূমিদস্যুদের বিরুদ্ধে পটুয়াখালী জেলা আদালতে জালিয়াতির মামলা করেন। মামলা তদন্তের জন্য বাউফল থানা অফিসার ইনচার্জ কে দেওয়া হয়েছে।

এব্যাপারে আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক ফকির বলেন, আমি স্বাক্ষর করি নাই, ওরা নিজেরা স্বাক্ষর দিয়ে এ কাজ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102