শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন-গণডাক ক্রাইম ডটকম ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

মুহাম্মদ রায়হান উদ্দিন,স্টাফ রিপোর্টার।।চট্টগ্রামের অনলাইন পোর্টাল আল নুর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গণডাক ক্রাইম ডটকম’র ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ফটিকছড়ি উপজেলার প্রাণকেন্দ্র মীর জাহানারা কমপ্লেক্সে ১১ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন। গণডাক ক্রাইম ডটকম’র সম্পাদক এইচ.এম.সাইফুদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার বিশেষ প্রতিনিধি রায়হান উদ্দীন। ভূজপুর প্রতিনিধি মোস্তাফা তানভির ও মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরিকত ফেডারেশন ভূজপুর শাখার সভাপতি এইচ.এম.বেলাল উদ্দীন, ফটিকছড়ি সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন, ইহয়াস্সুন্নাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দীন,নুর মেধাবৃত্তি বোর্ডের চেয়ারম্যান রায়হানুল আনোয়ার রাহী,চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি এডভোকেট মোঃ হাসান,মোঃ আহসান উল্লাহ চৌধুরী,সাংবাদিক কামাল,নাজিরহাট বড় মাদরাসার শিক্ষক মুফতি মামুন বশর ভূঁইয়া,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক কাজী শহিদ,সাংবাদিক সোহেল, হারুনুর রশিদ,শহিদুল আলম। প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সূজন ত্রিপুরা,মহানগর প্রতিনিধি মাসুদ, নঈম উদ্দীন নয়ন।

ইসলামী সংগীত পরিবেশন করেন বায়তুল হিকমাহ’র শিক্ষক মাওলানা নুরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী বলেন,সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। অন্ধকার সমাজকে আলোকিত করতে এবং সমাজ ও রাষ্ট্রের অসংগতি তুরে ধরে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102