মোঃ নুরুজ্জামান মৃধা,বাউফল প্রতিনিধি :পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ জামসেদ সহ ৭জনের বিরুদ্ধে রাজনৈতিক হত্যা মামলায় জামিন পাওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।সেই সাথে তাদের সু- স্বাস্থ্য কামনা করে,
ঘটনাসুত্রেঃতাপস হত্যা মামলায় বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭জনের (১০ ডিসেম্বর )বৃহস্পতিবার বিকালে ৪টার সমায় জামিন মঞ্জুর করেছে পটুয়াখালী জজকোর্ট।
উল্লেখ্য, ২৪ মে, রোববার দুপুরে বাউফল থানার অদূরে সড়কের ওপর বাউফল পৌরসভার উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সংবলিত ব্যানার স্থাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস কুমার দাস নামে এক যুবলীগকর্মী আহত হন। পরে ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তাপস মারা যান।
ওই ঘটনায় ২৫ মে রাতে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত তাপসের বড় ভাই পঙ্কজ চন্দ্র দাস। ওই মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ও আসামি করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, ঘটনার সময় মেয়র জুয়েল ছিলেন থানার মধ্যে। আর সাংবাদিক মিজান অন্যান্য সাংবাদিকদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। একটি মাহল দাবিয়ে রাখার চেষ্টা করে বাউফলে তাপস হত্যা মামার আসামী করে, ঘটনা সুত্রে জানা যায় বাউফলের মেয়র থানার ভিতরে ছিলেন তাকে দাবিয়ে রাখার জন্যই এই মামলা।
এই সংগঠনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।