হারুনুর রশিদ (হারুন) প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলা থেকে মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত ৯টার দিকে বদলগাছী থানার মিঠাপুর ইউনিয়নের গন্ধর্বপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চকবিলা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরদারের ছেলে মাহাবুবুল আলম (৩০) এবং পশ্চিম মাতাপুর গ্রামের মৃত আমিনুর রহমান সরকারের ছেলে লিটন হোসেন (৩০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার গন্ধর্বপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এসময় ৮৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৮ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ফেন্সিডিল এবং ১৪০ বোতল বুপ্রেনোরফিন ইঞ্জেকশন সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় আক্কেলপুর-বদলগাছী এলাকার যুবসমাজের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।