যমুনা টেলিভিশনের ডিজিটাল টিম-এ নতুন সদস্য নেওয়া হচ্ছে।
পদবী: Digital Content Editor
নির্বাচিত প্রার্থী নিউজরুমের সঙ্গে সমন্বয় করে অনএয়ার ও অন্যান্য ফুটেজকে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে প্রকাশে অংশ নেবেন। টেলিভিশন ও অনলাইন, দুই মাধ্যমের কাজ বোঝেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদে দায়িত্বের মধ্যে থাকবে কনটেন্ট প্রস্তুতি, প্রকাশ ও সমন্বয়মূলক কাজ। দ্রুত গতির নিউজ পরিবেশে কাজের মান ধরে রাখার সক্ষমতা জরুরি। ভিজ্যুয়াল, শিরোনাম ও অডিয়েন্স বোঝার ভালো ধারণা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
দক্ষতা ও যোগ্যতা:
* ভিডিও এডিটিং ও ভিজ্যুয়াল ডিজাইন টুলে অভিজ্ঞতা
* সোশ্যাল ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা
* নিউজ সেন্স, সময়জ্ঞান ও উপস্থাপনা দক্ষতা
* শিফটে কাজের সক্ষমতা ও টিম কমিউনিকেশন
* স্নাতক সম্পন্ন; প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
কর্মপরিধি:
ফুল টাইম, রোটেশনাল শিফট। (বেতন ও সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী)
আবেদনের নিয়ম:
CV পাঠান career@jamunatv.net ঠিকানায় (Sub: Digital Content Editor)
শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
শর্টলিস্টেড প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে।