পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ ও ধর্ষনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মমিন মন্ডল(২৮) ওরফে মিশুককে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ । অভিযুক্ত মমিন মন্ডল বগুড়ার ধনুট থানার চড়পাড়া গ্রামের নুর হোসেনের ছেলে । তারা সম্পর্কে শালী দুলাভাই ।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত মমিন মন্ডল তার স্ত্রী ও শালিকাকে নিয়ে গাজীপুর মহানগরের জরুন দশতলা সংলগ্ন আব্দুল আলীমের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করেন । মমিন তার বসত ঘরের মধ্যে তরকারী কাটার সময় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারন করে । পরে ধর্ষনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে । নিরুপায় হয়ে ওই নারী গত রাতে কোনাবাড়ি থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে মমিন মন্ডলকে গ্রেফতার করে ।
জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, মমিন মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ভিডিও ধারনের বিষয়টি স্বীকার করেছে । গ্রেপ্তআদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই নারীকে পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ।