শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কমিটি গঠন সভাপতি আজহার,সম্পাদক দিদার

মোঃ ফরহাদ,মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর শাখার নবনির্বাচিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে কমিটির নাম প্রকাশ করেন,এতে সভাপতি হয়েছেন মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আজহার হোসেন,সাধারণ সম্পাদক হয়েছেন,পূর্বরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন চর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি এম জাকির হোসেন প্রমুখ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ‘‘নিরিবিলি ক্যাফে’’ ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল মোমিন মিঞা, সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাশহুদ করিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মোজাম্মেল হক।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনূর আল-আমীন, বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ হোসাইন। আরও উপস্থিত ছিলেন,গজারিয়ায় উপজেলার শিক্ষক সমাজের সভাপতি মনসুর আলম টিপু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষক সমাজের  সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন,আলী মর্তুজা।
পরিচিতি অধিবেশন শেষে নতুন কমিটির সদস্যকে পরিচয় করিয়ে দেন। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102