মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ‘‘নিরিবিলি ক্যাফে’’ ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল মোমিন মিঞা, সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাশহুদ করিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মোজাম্মেল হক।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনূর আল-আমীন, বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ হোসাইন। আরও উপস্থিত ছিলেন,গজারিয়ায় উপজেলার শিক্ষক সমাজের সভাপতি মনসুর আলম টিপু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষক সমাজের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন,আলী মর্তুজা।
পরিচিতি অধিবেশন শেষে নতুন কমিটির সদস্যকে পরিচয় করিয়ে দেন। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।