শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

রাখালগাছিতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট, বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাৎসবে বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ আল মাহমুদ দিপু, শেখ নাজমুল, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুপদ দাস, সাধারণ সম্পাদক সুমন দাস, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক শৈকত, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক শেখ ইসহাক আলী, বিএনপি নেতা হাওলাদার আব্দুল হালিম, মিজান ঢালী, শেখ শওকত হোসেন’সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি বলেন, “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ”। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এভাবে সুখে শান্তিতে আগামী দিনগুলোতেও সকল উৎসব-অনুষ্ঠান উদযাপন করতে চাই।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102