পুনম শাহরীয়ার ঋতু ‘ঢাকা:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বৃহস্পতিবার সকালে ইনক্রেডিবল ফ্যাশন কারখানায় শ্রমিক অপহরণের গুজবে সকাল থেকে শ্রমিকরা কর্ম বিরতি পালন করছে। এসময় উত্তেজিত শ্রমিকরা অপহৃত শ্রমিক রুবেলকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবীতে কারখানার ভিতর থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের দাবী অপহৃত শ্রমিক রুবেল স্থানীয় এক ব্যক্তির স্ত্রীর সাথে পরকিয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়। পরে এলাকাবাসী তাকে সিরাজগঞ্জের গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ,এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষ জানান,সকাল সাড়ে ১০টার দিকে ওই পোশাক তৈরির কারখানায় কর্মরত শ্রমিক রুবেল মিয়া (২৪) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গেইট পাস নিয়ে বের হয়ে যায়।
পরে পোশাক তৈরির কারখানার পাশেই স্থানীয় এক ব্যক্তির বাসায় ঢুকে তার স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এসময় ওই বাড়ীর লোকজন শ্রমিক রুবেলকে হাতে নাতে ধরে গণধোলাই দেয় এবং ভিডিও ধারণ করে। পরে এলাকাবাসী গ্রাম্য শালিশ করে এলাকা থেকে বাড়ী চলে যাওয়ার নির্দেশ দেন রুবেলকে। পরে রুবেল দুপুরের দিকে গ্রামের বাড়ী উদ্দেশ্যে গাইবান্ধায় রওনা দেয়। ওই শ্রমিক রুবেল বাসে বসেই কারখানার কর্মরত কয়েকজন শ্রমিকদের মোবাইল ফোনে, তাকে অপহরণ করা হয়েছে বলে একাধিক টেক্স পাঠায়।এই টেক্সি পাওয়ার পর থেকেই কারখানার ভিতরে কর্মরত শ্রমিকরা কর্মবিরতি দিয়ে শ্রমিক রুবেলকে উদ্ধারের জন্য কারখানা কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করে, কর্মবিরতি পালন করে। শ্রমিকদের কর্মবিরতি এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত কর্মবিরতি চলছে।এ বিষয়ে কারখানায় জিএম বাবুল হোসেন জানান,ওই শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে গেইট পাশ নিয়ে বাহিরে চলে যায়। তবে বাহিরে গিয়ে নারী সংক্রান্ত ঝামেলা করে দেশের বাড়ীতে চলে গিয়ে কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিকের মোবাইল ফোনে অপহরণ হয়েছে এরকম টেক্স দেয়। এতে শ্রমিকদের মাঝে বিদ্রুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরি জানান, কারখানার এক শ্রমিককে পাওয়া যাচ্ছে না বলে শ্রমিকদের দাবী। তবে ওই শ্রমিককের সাথে একাধিকবার মোবাইল ফোনে কথা বললে সে গ্রামের বাড়ী যাচ্ছে বলে জানায়। কারখানার ভিতরে শ্রমিকরা শ্রমিক রুবেলকে এনে দেওয়ার দাবীতে কর্মবিরতি পালন করছে।ªΧ