সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারাদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে পূবাইল মেট্রো থানা বিএনপি’র নেতৃবৃন্দের ভূমিকা অপরসীম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পূবাইল মেট্রো থানার অন্তর্গত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন পূবাইল মেট্রো থানা বিএনপি’র সকল নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে বিভিন্ন পূজা মন্দিরে সভাপতিসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন । একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপি’র সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন সিকদার বকুল, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হারুন উর রশিদ সরকার, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা বিএনপি’র প্রভাবশালী সদস্য জনাব সাখাওয়াত হোসেন খোকন, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোশাররফ হোসেন আনোয়ার দেওয়ান, ৪১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক শিকদার সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পূবাইল মেট্রো থানা বিএনপি’র নেতৃবৃন্দ গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুরের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা, গাজীপুর জেলা বিএনপি’র সম্মানিত আহবায়ক জনাব একেএম ফজলুল হক মিলন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পূজা মন্ডপ পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।
পূজা আয়োজকরা পূবাইল থানা বিএনপি’র নেতৃবৃন্দের এই সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়কে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।