শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

ষষ্ঠী পূজার মাধ্যমে কালীগঞ্জে শ্রীশ্রী দুর্গোৎসব ২০২৫ শুরু হয়েছে

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলায় ৪৯ টি পূজো মণ্ডপে ষষ্ঠী পূজার মাধ্যমে শ্রী শ্রী দুর্গোৎসব ২০২৫ এর শুভ সূচনা করা হয়েছে। সকালে দুর্গোৎসবের সূচনা করা হয় মন্দিরে মন্দিরে দেবীর আরাধনার মাধ্যমে এবং চণ্ডীপাঠ করে । ভক্তরা মন্দিরে মন্দিরে যেয়ে উপবাস থেকে পূজার অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করে।
 উপজেলার সবচেয়ে বড় পূজা গুলির মধ্যে অন্যতম নলতা পূজা মন্দির,ভদ্রখালী পূজা মন্দির, বিষ্ণুপুর পূজা মন্দির, হাড়িভাঙ্গা দুর্গাপূজা মন্দির, কুশুলিয়া দুর্গাপূজা মন্দির, ঘুসুড়ি পূজা মন্দির, মৌতলা দুর্গা পূজা মন্দির, মহৎপুর পূজা মন্দির গোবিন্দ কাটি পূজা মন্দির, পারুলগাছা পূজা মন্দির।
 উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, সুসজ্জিত করা হয়েছে প্যান্ডেলগুলো। আমার প্যান্ডেলের সামনে গাছ, সুতা,কাঠ,দড়ি দিয়ে সুন্দরভাবে পার্কিং করা হয়েছে মণ্ডপ গুলো। ভিতরে দেশের বিখ্যাত অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে সুদৃশ্য লাইটিং ব্যবস্থা। প্রত্যেকদিন পূজা শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার পরে থাকবে ঢোল,বাঁশি, কাশি এবং পুরোহিত গানের সমন্বয়ে আরতি প্রদর্শনী। পূজায় নলতা, ভদ্রখালি, কুশুলিয়া,পারুলগাছা, হাড়িভাঙ্গা পূজা কমিটি আয়োজন করেছে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
 শ্রী শ্রী দুর্গা দেবীকে হিন্দুরা মিথ্যার বিনাশকারী এবং সত্যের পূজারী হিসাবে মনে করে। যখন পৃথিবীতে অধর্মের পরিমাণ বেশি হয়ে যায় তখন ধর্ম রক্ষা করার জন্য দুর্গা আবির্ভূত হয়। এ সময়ে দুর্গা কৈলাস ছেড়ে বাপের বাড়িতে চলে আসে। আগামী বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে দীর্ঘ উৎসবের সমাপ্তি ঘটবে এবং দুর্গা বাপের বাড়ি থেকে পুনরায় কৈলাসে ফিরে যাবে।
           পূজায় যাতে কোন বিশৃঙ্খল পরিবেশ না ঘটে সেজন্য উপজেলা প্রশাসন গ্রহণ করেছে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা। আনসার ভিডিপি বাহিনীর সার্বক্ষণিক তদারকি থাকবে মন্তব্যগুলোতে। মন্ডপগুলা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেনাবাহিনীর সদস্যদের তহল দিতে দেখা যাচ্ছে সব সময়। সবকিছুর পর এটাই বলা যায় অসম্প্রদায়িক বাংলাদেশ সবাই ধর্ম পালন করবে এবং উৎসব পালন করবে এগুলি সবার অধিকার।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102