কালীগঞ্জে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে রতনপুর চ্যাম্পিয়ন
শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাঠে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে ট্রাইবেকারে হারিয়ে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলা পর্যায়ে আন্ত স্কুল ফুটবল খেলায় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটির ট্রাইব্যাগারে গড়ায়। ট্রাইবেকারে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ৪ ও দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩ । খেলার শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সেনাবাহিনীর কালীগঞ্জের ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন হুসাইন শাহীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সপু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান , দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজমুল হোসেন, উপজেলা যুব কর্মকর্তা এস এম আকরাম হোসেন ,ফুটবল পরিচালনা কমিটির আহবায়ক এটিএম শরিফুল আজাদ, উপজেলার রেফারি সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির সদস্য সৈয়দ মমিনুর রহমান, পলাশ সেন, মুজাহিদ লিটন ,অচিন্ত্য কুমার প্রমূখ। খেলাটি পরিচালনা করেন রেফারি রুবেল হোসেন, , সহকারি মিজানুর রহমান ,রবিউল ইসলাম ও শাকিব। খেলাটি ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। খেলা শেষে ফুটবল চ্যাম্পিয়ন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও বালিকা ফুটবলের, হ্যান্ড বলে ও কাবাডি খেলায় চ্যাম্পিয়ন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, , এবং হ্যান্ডবলে ও কাবাডিতে চ্যাম্পিয়ন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক এছাড়া সাঁতার দাবা খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় দলের টপি সহ অন্যান্য খেলার পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুজা মন্ডল, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।