বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনী বাড়ি এলাকায় মুন্সীগঞ্জ-শ্রীনগর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আরভি রান্ধুনি বাড়ি গ্রামের আলমগীর শেখের কন্যা। স্থানীয় সিকদার বাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো সে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আরভি নামের ওই শিশু রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের বাসটি ধাক্কা দিলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রাস্তায় পিষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ বিষয়ে জানান, দুপুর পৌনে ১ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে পুড়ে গেছে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা আগেই যে যার মত নেমে চলে গেছেন।