শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতা সহ ৬ জন কে কারাগারে পাঠানোর নির্দেশ

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট, বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

১৩ বছর আগের মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রেজওয়ানুল হক সবুজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা সহ ৬ জন কে ২ বছরের সাজা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম ৫ নাম্বার আদালত।

দন্ডপ্রাপ্ত অন্যরা হলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ঢাকা মহানগর উওর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শরিফুল আলম মাসুম, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মামুন,রাশেদ উল্লাহ রাশেদ।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ঐ মামলায় তদন্ত করে ঐ বছর ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ।

পুলিশে দেওয়া অভিযোগ পত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত । রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষী কে আদালতে হাজির করা হয়।

আজ রবিবার আসামি গন আদালতে সালেন্ডার করলে তাদের কারাগারে পাঠানো হয়। আসামীপক্ষে আইনজীবি ইলতুৎমিশ সওদাগর এ্যানি। বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102