শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

আসন সীমানা নিয়ে প্রশ্ন কিংবা আন্দোলনের সুযোগ নেই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে ‘প্রশ্ন তোলার’ কোনো সুযোগ নেই। এবং বিক্ষোভ-আন্দোলন করেও কোনো ‘লাভ হবে না’।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, সীমানা নির্ধারণের কাজটি কমিশন নিরপেক্ষভাবে কাজটি শেষ করেছে। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক এলাকা, সর্বশেষ আদম শুমারির কথা আইনে বলা হয়েছে।

তিনি বলেন,“আদম শুমারির প্রতিবেদন পরীক্ষা করে দেখেছি৷ কিছুটা অসামঞ্জস্য রয়েছে বিতর্ক রয়েছে। গত ১৬ জুনের হালনাগাদ ভোটার সংখ্যার ওপর ৬৪ জেলার ভোটার সংখ্যা, গড় সংখ্যা, মোট সংখ্যা পরীক্ষা করে ঠিক করা হয়েছে যে কোথায় খুব বেশি, কোথায় খুব কম।

“সেটা বিবেচনায় নিয়ে খসড়াটা করি। সেই খসড়ার ওপর দাবি-আপত্তি এলে, শুনানি করে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আদম শুমারির যাতে ফাঁক না থাকে, সেজন্য ভোটার সংখ্যাকেও বিবেচনায় নেওয়া হয়েছে। ৪৬-৫০টি আসনে পরিবর্তন হতে পারে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, “সীমানা নিয়ে আন্দোলন কারা করছে, কেন করছে, তারা কী বলতে চাচ্ছে, আমরা সেটা এখনো জানি না। কেননা, আঞ্চলিকতা, রাজনৈতিক বিষয়, স্থানীয় বিষয় থাকে।

“কমিশন সর্বোচ্চ সতর্কতা নিরপেক্ষতা এবং যৌক্তিক দাবি-আপত্তি বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করেছে। সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে কোনো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।”

সীমানা নির্ধারণে কোন বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে? জবাবে তিনি বলেন, কোথাও প্রশাসনিক বিষয় একমাত্র নিলে, একধরনের সমস্য হয়৷ আবার ভৌগোলিক এলাকা বাদ দিলে একরকম সমস্যা হয়৷ কাজেই সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে।

গাজীপুরে বাড়লে বাগেরহাটে কমল কেন, জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি ছিল গাজীপুরে, কম বাগেরহাটে। ৪ লাখ ২০ হাজার ছিল গড়। এটাও ধরলে বাগেরহাটে কমই থাকে৷ ক্ষেত্র বিশেষে ভোটার সংখ্যা আমলে নেওয়া হয়েছে।

“আমরা বিব্রত নই। শতভাগ ত্রুটিমুক্ত করার চেষ্টা করেছি।” কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ চলছে, এ বিষয়ে কী বলবেন? জবাবে তিনি বলেন, “আইনের ভাষায় কোনো লাভ আছে বলে মনে হয় না।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। এতে প্রায় ৫২টি আসনে কম-বেশি পরিবর্তন আনা হয়। এবার গাজীপুর একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানো হয়েছে। এ সীমানায় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।

আসন সীমানা নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ-আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনি এলাকায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102