ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
এ সময় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী তাদের হাতে এক মুঠো ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন।
জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার, শাহজাহান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবু তাহেরসহ ৫ শতাধিক নেতাকর্মী।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা বলেন, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে আজ আমরা বিএনপিতে যোগদান করেছি। আমরা বিএনপি পরিবার হিসেবে আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই।
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নান্দাইল গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আসুন, সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করি। আজ যারা বিএনপিতে যোগদান করেছেন, তাদের সবাইকে স্বাগতম জানাই।