মেহেদী হাসান, শরীয়তপুর থেকেঃ শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার নির্বাচনে আলোচনায় রয়েছেন সিরাজুল ইসলাম ভিপি চুন্নু। যার রাজনৈতিক পরিচয় সাবেক ভিপি নড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদ (১৯৯৩-৯৪)। সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নড়িয়া উপজেলা শাখা, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নড়িয়া উপজেলা শাখা। সাবেক কার্যকরী সদস্য নড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদ (১৯৯২)।
সাবেক সম্মানিত সদস্য নড়িয়া পৌরসভা আওয়ামীলীগ(২০০৬), নড়িয়া পৌরসভা উপনির্বাচনে প্রতিদন্ধি (২০১৬)।
সিরাজুল ইসলাম ভিপি চুন্নু গনমাধ্যমকে বলেন- ১৯৯৪ সালে জামাত বিএনপির জোট সরকারের আমলে ষড়যন্ত্রমুলক মুনির হত্যা নামে মিথ্যা মামলায় দীর্ঘ ২২ মাস কারা বরন করি।
জেলে থাকা অবস্থায় জেল থেকে পরীক্ষা দিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করি। ২০০১ সালে বি এন পি জামাতের বর্বরচিত হামলায় ক্ষতবিক্ষত হয়ে দীর্ঘ দুই বছর জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকি পরে সাবেক ছাত্রনেতা বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী ও শরিয়তপুর ২ আসনের এমপি জনাব এ কে এম এনামুল হক শামীম মহােদয়ের সার্বিক সহযােগীতায় এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগ অর্থায়নে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যাই। ২০১৫ সালে নড়িয়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে মনােয়ন দাখিল করিলে বাংলাদেশ আওয়ামীলীগ মনােয়ন বাের্ডের স্বাক্ষরিত মনােনয়ন প্রত্যাহারের নােটিশ পাওয়ার সাথে সাথে মনােনয়ন প্রত্যাহার করে দলিয় প্রতিক নৌকার জন্য কাজ করি। আমার নড়িয়া পৌরসভার জনগনের জন্য প্রতিশ্রুতিগুলো হলোঃ
১. নাগরিক সুবিদা নিশ্চিত করা।
২.নড়িয়া পৌর সভাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা।
৩.পৌরসভার জলাবদ্ধতা দুরিকরনের জন্য ও পানি নিস্কাশনের ব্যাবস্থা করা।
৪.পৌর সভাকে আধুনিকরন করার জন্য প্রয়ােজনীয় ব্যাবস্থা দ্রততার সাথে গ্রহন করা।