মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এখানে আজ ৯ ডিসেম্বর বুধবার পাঁচ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন ও ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (নুসু)।
পাঁচ জয়িতা হলেন মোসাঃ মরিয়ম বেগম ( নিসু), মোমতাজ বেগম, শাহিনুর বেগম, মিলন রানী দাশ । উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার প্রধান অতিথি হিসেবে জয়িতাদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহার তুলে দেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।