মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে যে সড়ক দুঘর্টনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তার চার জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে। নিহত চারজনের নাম- নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান মোল্লার ছেলে নজরুল মোল্লা (২৩), ৭নং ওয়ার্ডের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার (২৩), ৭নং ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (৩৪) ও ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোখলেচ আকনের ছেলে মো. রিয়াজ আকন (২৬)। এরা প্রত্যেকেই ঢাকার ধোলাইখাল এলাকার মেশিনারী ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত প্রত্যেকেই দীর্ঘদিন যাবত ঢাকার ধোলাইখাল এলাকায় মেশিনারী ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কাজে নিয়োজিত ছিলেন। সোমবার রাতে ট্রাকযোগে একটি প্রেস মেশিন নিয়ে উত্তবঙ্গের বগুড়া যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বিকার করেছেন, বাউফল উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস।