আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷ভোলা চরফ্যাশন উপজেলার ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সহ ২০টি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সংযোগ ও নেটওয়ার্ক গঠন শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন কোস্ট ট্রাস্ট ম্যানেজমেন্ট ও প্রশিক্ষণ কেন্দ্রে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ (এপিসি) প্রকল্পের আওতায় আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়েছে৷ সভায় এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন এপিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার সঞ্জয় কুমার সভাপতিত্ব করেন৷
এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের ভোলা জেলা সহকারি পরিচালক রাশেদা বেগম, এক্সিলারেটিং প্রোটেকশান ফর চিলড্রেন এপিসি প্রকল্পের জেলা সমন্বয়ক মিজানুর রহমান, জেলা নাগরিক ফোরামের (দক্ষিন) সভাপতি এম আবু সিদ্দিক, মালঞ্চ নাট্যমের সভাপতি আবদুজ্জাহের, দেশ থিয়েটারের মোঃ হাসান, জলবায়ু ফোরাম সদস্য ও ইয়ুথ পাওয়ারের তরিকুল ইসলাম, বিডি ক্লিনের আতিকুল ইসলাম শিপন প্রমুখ৷
সভায় করোনা কালীন সময়ে চরফ্যাশনের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা, আগামী দিনের কার্যক্রমের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়৷ এ সময় এপিসি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন৷