শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হাজী স্বপন মিয়া’র মতবিনিময় সভা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মোঃ আক্তার হোসেন//সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হাজী স্বপন মিয়া’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় ইউনিয়নের মন্তাজনগর গ্রামবাসীর উদ্যোগে মন্তাজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বিশিষ্ট মুরব্বি মজমিল আলীর সভাপতিত্বে ও চুনা-পাথর ব্যাবসায়ী মো. কছির আলী’র সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যাবসায়ী, মুক্তিযোদ্ধা’র সন্তান হাজী স্বপন মিয়া।
বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, মনির আলী, ব্যাবসায়ী সাদমান মাহমুদ সানি, গিয়াস উদ্দিন, বাতির আলী, মতিন মিয়া, আল-আমিন, নুর আলী, আব্দুস ছালাম, কদর আলী, ছুরত মিয়া, আরশ আলী, ফরিদ মিয়া, মেট্রিক মিয়া, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা অপুর্ব, মন্তাজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে হাজী স্বপন মিয়া বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান। রাজনীতি হচ্ছে জনসেবার সর্বৎকৃষ্ট মাধ্যম। মানুষের সেবা করাই রাজনীতিকদের কাজ। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে মানুষের সেবা করার কথা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সরকার দেশ ব্যাপি ব্যাপক উন্নয়ন কর্মকা- অব্যাহত রয়েছে। কিন্ত বিভিন্ন কারনে নরসিংপুর ইউনিয়নের মানুষ বঞ্চিত রয়েছেন। তিনি আরো বলেন, রাজনীতির মাধ্যমে ‘জননগণের ভাগ্য বদল’ এর চেয়ে কতপিয় জনপ্রতিনিধি নিজের ভাগ্য বদল করছেন। মানুষের ভাগ্য বদলের মন মানসিকতা নিয়ে কাজ করতে এসছি। আমি ব্যক্তিগত ভাবে সব সময়-ই সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি। জনপ্রতিনিধি হলে আরো বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ রয়েছে। মনোনয়ন বোর্ডের সভাপতি দেশ রতœ শেখ হাসিনা নৌকা প্রতীক বরাদ্দ দিলে অবশ্যই তিনি নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে প্রত্যাশ ব্যাক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102