আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷ভোলা চরফ্যাশনে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে৷ আগাম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা৷
চরফ্যাশন পৌরসভা ৯টি ওয়ার্ডে সরেজমিনে দেখা যায়, ১নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন মাতাব্বর, আবুল খায়ের নাজু পন্ডিত, মহিউদ্দিন পন্ডিত, মাকসুদ আমিন৷
২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম কিষান, মোঃ মফিজ, রফিজল হাজী৷
৩নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন মোল্লা, সিরাজুল ইসলাম, মোঃ মঞ্জু বাতান৷
৪নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আকতারুল আলম সামু, মোঃ হারুন, তাপশ পাল, বাকি বিল্লাহ৷
৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আকবর হাওলাদার, মাহাবুব মাস্টার, মোঃ সেলিম, গিয়াস উদ্দিন৷
৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন কুতুব, জহির রায়হান, মনির হোসেন, তিতুমীর৷
৭নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুল হক তানভীর, ফখর উদ্দিন আল মামুন, আতিকুল ইসলাম মিলন, ছাদেক মেম্বার, দাইমদ্দিন হাওলাদার, আবুল হোসেন বাবলু৷
৮নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সিদ্দিকুর রহমান মোক্তাদি, ইমরান হোসেন সুমন, মোঃ মোস্তফা শাহ্জী, হামিদ হাওলাদার, মোঃ মোশারেফ হোসেন মুন্না, জাহিদুল ইসলাম রাসেল, মহিবুল্লাহ শাহীন কোম্পানি৷
৯নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জোবায়ের পাটোয়ারী, মোঃ মিজানুর রহমান মঞ্জু, শেখ সালাউদ্দিন, করিম মুন্সি৷
১.২.৩ নং ওয়ার্ডে সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফরিদা পারভিন, ফাতেমা খাতুন আরজু, পরভিন বেগম৷
৪.৫.৬ নং ওয়ার্ডে সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী রেজওয়ানা পারভীন, নাজমুন নাহার রিনা, জেসমিন আক্তার খুকু৷
৭.৮.৯ নং ওয়ার্ডে সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম ভোটারদের কাছে গিয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন৷