শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

দেড় বছরের শিশু ক্যান্সারের আক্রান্ত, চিকিৎসার অর্থ যোগাতে নাকাল ভ্যানচালক পিতা

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
বাগেরহাট জেলার রামপালে ২০ মাস বয়সী শিশু মাশরাফির শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী রোগ ক্যান্সার
যার চিকিৎসার অর্থ যোগাতে হিমসিম খাচ্ছে হতদরিদ্র ভ্যানচালক পিতা মেহেদি হাসান ।
উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের মোঃ মহিবুল্লাহ শেখ’র ছেলে মেহেদী হাসান দরিদ্রতার কারণে লেখাপড়া করতে পারেননি।জীবিকা নির্বাহের উৎস হিসেবে বেছে নিয়েছে ভ্যান ,
তিনি এবং তার বাবা দুজনে এলাকায় ভ্যান চালিয়ে সামান্য কিছু আয়ের অর্থ দিয়েই চলে তাদের ছয় সদস্যের সংসার।
মেহেদী হাসান ও লামিয়া আক্তার দম্পতির ঘর আলোকিত করে আসে তাদের প্রথম পুত্র সন্তান মাসরাফি ইসলাম
 গত দেড় বছর সন্তান ,স্ত্রী বাবা ,মা ছোট ভাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে মেহেদী
 কিন্তু সে আলোর চারিদিকে দেখা মিলেছে যেন অন্ধকার ছায়ার।গত দেড় _দুই মাস পূর্বে ছোট্ট মাশরাফি অসুস্থ হয়ে পড়ে প্রথমে স্থানীয় চিকিৎসায় শারীরিক উন্নতি না হওয়ায় অভিজ্ঞতা চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক নানাবিধ পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হয়েছে শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ।
চিকিৎসকের ভাষ্য মতে দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে কেমোথেরাপি দিতে শুরু করতে হবে।যা একটি অতি ব্যায়বহুল চিকিৎসা।শুরুতেই ১ লক্ষ ৫০ হাজার টাকা লাগবে এবং ৩ বছর একনাগাড়ে কেমোথেরাপি দিতে হবে। শিশু মাশরাফি বর্তমানে খুলনা মেডিকেল কলেজের শিশু বিভাগে ভর্তি আছে।
পিতা মেহেদি হাসান, ইতোমধ্যে ধারকর্য করে ছেলের চিকিৎসায় তার সর্বোচ্চ ব্যায় করে সর্বশান্ত প্রায় ভ্যান চালিয়ে এত টাকা
 যোগাড় করাটা তার পক্ষে অসম্ভব প্রায়
তাই সমাজের বৃত্তবানদের প্রতি আকুল আবেদন করে বলেন আমি গ্রামে ভ্যান চালিয়ে রোজগার করে সংসার চালায় আমার বাবারও তেমন জায়গা জমি নাই যে বিক্রি করে অর্থ যোগাড় করবো
বাবা এবং আমার ভ্যান চালানো অর্থে ছয় জনের সংসার চলে।এখন আবার বৃষ্টির সময় যাত্রী কম , বৃষ্টির কারণে ইনকাম ও কমে গেছে।ছেলেকে দ্রুত চিকিৎসা করাতে হবে এই দেড় লক্ষ টাকা আমি কিভাবে জোগাড় করবো কিছু বুঝতেছি না।
যে যতটুকু পারেন মাসুম বাচ্চাটার চিকিৎসায় এগিয়ে আসুন আমার একার পক্ষে ওর চিকিৎসা করানো খুবই কঠিন যা অসম্ভব প্রায় । খুব কষ্ট হয় ওর যন্ত্রণা দেখলে
সমাজের বৃত্তবান এবং সেবা সংগঠন গুলোর প্রতি আমার আকুল আবেদন আপনারা আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দয়া করে ।
শিশুটির মা বলেন,আমার ছোট্ট বাচ্চা মাত্র কয়েক মাস হলো পৃথিবীর মুখ দেখেছে ওর এত কষ্ট আমি সহ্য করতে পারিনা।
সারাদিন কান্নাকাটি করে কিছু খেতে চাইনা
খুব কষ্ট করে একটু খাওয়াই।ওকে ডাক্তার বলেছে দ্রুত কেমোথেরাপি দিতে হবে এত টাকা কিভাবে জোগাড় করবো ?
কোন উপায় খূজে পাচ্ছিনা।
আমার মাসুম বাচ্চাটার জন্য আপনারা একটুখানি দয়া করে সাহায্য করে নতুন একটি জীবন গড়তে সাহায্য করুন।আল্লাহ ভরসা ।
অসুস্থ শিশুটির বাবার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার
01828-477325( বিকাশ ও নগদ পার্সোনাল)
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102