আজ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১,২,৩ এবং ৬ নাম্বার ওয়ার্ডের নির্বাচন চলছে। প্রথম সেশনে সকাল ১১ টা থেকে নির্বাচন প্রক্রিয়া দুপুর ১ টা পর্যন্ত এবং ১টা থেকে ২ টা পর্যন্ত নামাজের বিরতির পরে আবার বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এখানে বিভিন্ন পদে ৩৭ জন প্রার্থী কে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। ভোট গ্রহণ করার কর্মকর্তাগন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাতক্ষীরা জেলা হতে মনোনীত । গত কয়েকদিন ধরে বিভিন্ন পদে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে সংগ্রহ করেছে ভোট। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ৫৭০ জন। সকাল থেকে প্রার্থী গনের মধ্য উৎসব এবং উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
কয়েকজন ভোটারের কাছে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া বাস্তবে রূপদানের প্রক্রিয়া চলছে।
কাউন্সিলরগন বলেন আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করব। আমাদের কাছে হার বা জিত মুখ্য বিষয় নয়,মুখ্য বিষয় হল আমাদের দলের অস্তিত্ব রক্ষা।
ভোট গ্রহণ শেষ হলে বিকাল ৪ঃ০০ টার পরে ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং জয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।