শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্য একজন বিশ্ববিদ্যালয়, অন্যজন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতরা হলো সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী। স্নেহা শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শফিকুল ইসলাম শহরের আলীপাড়ার বাসিন্দা।

ওসি জানান, দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে সিএনজিতে করে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন।

ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা খুশী (১৭) নামের দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা চক্রবর্তী (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়। 

এ ঘটনায় গুরুতর আহত আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102