শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আমদানি-রফতানিতে ধস নেমেছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আমদানি-রফতানিতে ধস নেমেছে। সংকটে পড়েছে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাত। পণ্যে আমদানি রফতানীতে নিষেধাজ্ঞায়,কারণে রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক চলাচলের সীমাবদ্ধতার কারণে ২০২৪-২৫ইং অর্থবছরে আমদানি কমেছে প্রায় ৭৪ হাজার মেট্রিক টন ও রফতানি কমেছে ৩৬ হাজার  মেট্রিক  টনেও বেশি।

বেনাপোল স্থলবন্দর হিসেব অনুযায়ী, ২০২৩-২৪ইং অর্থবছরে আমদানি ছিল ২১ লাখ ৩০ হাজার ২২৮ মেট্রিক টন যা এখন দাঁড়িয়েছে ২০ লাখ ৫৬ হাজার ২৮১ মেট্রিক টনে। ১  অর্থবছরে আমদানি কমেছে ৭৩ হাজার ৯৪৭ মেট্রিক টন। আবার একই অর্থবছরে রফতানি ছিল ৪ লাখ ৫৬ হাজার ৬৭২ টন। যা বর্তমানে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৭৫০.১৪ মেট্রিক টনে। রফতানি হ্রাস পেয়েছে ৩৫ হাজার ৯২১.৮৬ মেট্রিক টন।

ব্যবসায়ীগন জানান, প্রতিদিন যেখানে আগে বেনাপোল  স্থলবন্দর  দিয়ে গড়ে ৬০০ ট্রাক পণ্য  চলাচল করতো , এখন  নেমে এসেছে ৫০০ ট্রাক পণ্যের  নিচে। যে কারণে রফতানিমুখি ট্রাকও কুমেছে।

বেনাপোল আমদানি-রফতানিকারকগন জানায়,এই বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের সিংহভাগ বাণিজ্য হয়। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পরে ট্রাক চলাচল হ্রাস পেয়েছে।সরকার কিছু পণ্যে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করায় এইপথে  ব্যবসা কমেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা জানান, সরকার যেইসব পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছে তার অধিকাংশ দেশে উৎপাদিত হচ্ছ।যার ফলে সেই পন্য গুলো আমদানি বন্ধ হওয়ায় ট্রাফিক ও কার্গো দুই টাতেই কুমেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102