এলাকাগুলো ব্যবসায়িক এবং শিল্পপল্লী হিসাবে বিবেচিত। বাঁশতলা,বিষ্ণুপুর, নতুনহাট এবং গোবিন্দকাটি বাজারে যাতায়াতের প্রধান সড়কে এটি ।
ব্যবসায়িক মালামাল আনা নেয়ার ক্ষেত্রে ট্রাক, পিকআপ এবং ভারী যানবাহন গুলো যাতায়াত করতে পারছে না এই রাস্তার উপর দিয়ে।
ফলে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ দিয়ে মালামাল আনান নেয়া করতে হচ্ছে।
দূর থেকে আগত যানবাহন গুলো পড়ছে নিরন্তর ঝুঁকির মুখে। দ্রুত গতিতে আসা মোটরসাইকেল এবং মাইক্রো গুলো মাঝেমধ্যে খাদে পড়ে স্বীকার হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনার।
সেতুটি মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।